নিজস্ব প্রতিবেদন:  কলকাতা থেকে এবার আইএসএলে খেলবে নতুন দল এটিকে মোহনবাগান এফ সি। বদলাচ্ছে না মোহনবাগানের ট্র্যাডিশনাল সবুজ-মেরুন জার্সি। লোগোতে পাল তোলা নৌকাও অপরিবর্তিত থাকছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার এটিকে মোহনবাগানের প্রথম বোর্ড বৈঠকে  সিলমোহর পড়ল নতুন দলের নাম,লোগো আর জার্সিতে। বলা চলে মোহনবাগান কর্তারা যেমন চেয়েছিলেন,ঠিক তেমনটাই হল। বজায় থাকল ১৩১ বছরের মোহনবাগান ক্লাবের ঐতিহ্য। জানুযারি মাসেই এটিকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল শতাব্দীপ্রাচীন সবুজ-মেরুন। তারপর থেকেই নতুন দলের নাম,লোগো আর জার্সি নিয়ে নানান জল্পনা ছড়িয়েছিল সমর্থকদের মধ্যে। উদ্বেগও বাড়ছিল। দীর্ঘ অপেক্ষার পর যাবতীয় জল্পনার অবসান। শুক্রবারের পর মোহনবাগান সমর্থকদের মুখে তাই চওড়া হাসি। মোহনবাগান কর্তারা বলছেন শুক্রবার থেকে এক নয়া অবতারে পথ চলা শুরু মোহনবাগানের।


শুক্রবারের বৈঠকে ছিলেন এটিকে-র অন্যতম কর্ণধার বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। এটিকে মোহনবাগানের নতুন পথচলাকে স্বাগত জানাচ্ছেন তিনি।এটিকে কর্ণধারের বিশ্বাস এটিকে-মোহনবাগান ব্র্যান্ড একত্রিতভাবে নতুন ইতিহাস গড়বে। বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলতে চায় এটিকে-মোহনবাগান। একইসঙ্গে গোটা দেশে এটিকে-মোহনবাগানের ফুটবল স্কুল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।



এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। দুই চ্যাম্পিয়ন দল হাত মিলিয়ে এটিকে-মোহনবাগান নামে আইএসএল খেলবে। এশিয়া ফুটবল ছাপ ফেলাই এখন নতুন টার্গেট এটিকে মোহনবাগান এফ সি-র।



আরও পড়ুন - "২০০৫ সালে নেতৃত্ব কেড়ে নেওয়া সবচেয়ে বড় ধাক্কা! গ্রেগের চক্রান্ত, অন্যরাও সামিল ছিল" বিস্ফোরক সৌরভ গাঙ্গুলি