নিজস্ব প্রতিনিধি: একের পর এক সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সামনেই মিশন এএফসি কাপ! আর তার ঠিক আগেই করোনাক্রান্ত (COVID-19 ) হলেন দুই ফুটবলার প্রবীর দাস (Prabir Das) এবং শেখ সাহিল (Sk Sahil)। ফলে দল পাঠানো নিয়ে ফের একবার বিপাকে পড়ল সবুজ-মেরুন জার্সিধারীরা। এখন মলদ্বীপে কারা যাবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াল শতাব্দী প্রাচীন ক্লাবের সামনে। গত ৭ মে এটিকে মোহনবাগানের যেসব ফুটবলার কলকাতায় আছেন, তাঁদের সকলের করোনা পরীক্ষা হয়েছিল এক বেসরকারি হাসাপাতালে। এর মধ্যে প্রবীর-সাহিল ও আরও একজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলেই খবর। বাকি সকলেরই নেগেটিভ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: একই দিনে COVI-19 কেড়ে নিল দেশের দুই অলিম্পিক্স সোনাজয়ী রত্নকে


এখন যা অবস্থা প্রায় একপ্রকার অনিচ্ছা সত্ত্বেও মোহনবাগানকে এএফসি কাপ খেলতে যেতে হচ্ছে। কারণ দলের একাধিক তারকাই নেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের শিবিরে। দলের সুপরাস্টার রয় কৃষ্ণা ফিজিতে আটকে আছেন লকডাউনে ফলে তাঁর আশার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। করোনার জন্য ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকহিউয়েরও দলে যোগ দেওয়া নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। অন্যদিকে গোলকিপার অরিন্দম ভট্টাচার্যর মা করোনা আক্রান্ত। ফলে অরিন্দম মালদ্বীপে যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।