ব্যুরো: আইএসএলে অ্যাটলেটিকো দ্য কলকাতাই একমাত্র দল যারা তিনবারই প্লে-অফে উঠেছে। ধারাবাহিকতার বিচারে সৌরভের দলই সবার ওপরে। চলতি আইএসএলে প্লে-অফে ওঠার প্রাথমিক টার্গেটে পৌছতে পেরে খুশি অ্যাটলেটিকোর ফুটবলাররা। দলের মার্কি পোস্তিগার মতে সঠিক সময়ই ছন্দ ফিরে পাচ্ছেন তারা। প্লে-অফের প্রতিপক্ষ নিয়ে ভাবতে রাজি নন প্রীতম কোটাল। আরও পড়ুন- মহিলাদের সঙ্গে হোটেলে সময় কাটানোয় রেকর্ড টাকা জরিমানা করা হল বাংলাদেশের দুই ক্রিকেটারকে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এটিকে প্লে-অফে ওঠায় শুক্রবার হাবাস বনাম অ্যাটলেটিকো দ্বৈরথ এখন গুরুত্বহীণ হয়ে পড়েছে। গ্রুপ লিগের শেষ ম্যাচে দল নিয়ে পরীক্ষা পথে হাঁটবেন মোলিনা। বেশ কয়েকজন ফুটবলার তিনটি করে হলুদ কার্ড দেখে রয়েছেন। বোরহাদের বিশ্রাম দিয়ে যারা এতদিন সুযোগ পাননি তাদেরকে খেলিয়ে দেখে নিতে চাইছেন অ্যাটলেটিকোর কোচ। আরও পড়ুন- ব্রাজিলের ফুটবলারদের নিয়ে ভেঙে পড়ল বিমান