নিজস্ব প্রতিবেদন : ছয় বছরের ATK-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ১৩০ বছরের মোহনবাগান। ভারতীয় ফুটবলের ঐতিহাসিক চুক্তি ঘিরে দ্বিধাবিভক্ত সবুজ-মেরুন সভ্য-সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে বাগান কর্তাদের এই সিদ্ধান্ত নিয়ে। তবে ATK-এর অন্যতম কর্ধার উত্সব পারেখ কোটি কোটি মোহনবাগান সমর্থকদের আশ্বস্থ করে জানাচ্ছেন যে বাগান জনতার ভাবাবেগে আঘাত লাগে,এমন কোনও সিদ্ধান্ত তাঁরা নেবেন না ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরের মরশুমে আইএসএল খেলবে এটিকে-মোহনবাগান। দল মোটামুটি তৈরি। নতুন মরসুমে দলের কোচের দায়িত্বে থাকছেন স্প্যানিশ অ্যান্তোনিও লোপেজ হাবাসই। পাঁচ বছরের মধ্যে দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ATK। মোহনবাগানের হাত ধরে দেশের গণ্ডি ছাড়িয়ে এবার এশীয় ফুটবলেও ছাপ ফেলতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা-উতসব পারেখরা।


মোহনবাগানের পরিকাঠামোকে কাজে লাগানোর পরিকল্পনা আছে এটিকের। ক্লাবের মাঠের আমূল সংস্কার করতে চাইছে তারা। ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই নতুন ইনিংস সাজাতে চাইছে এটিকে মোহনবাগান।


আরও পড়ুন - মোহনবাগান-এটিকে যৌথভাবে ভারতীয় ফুটবলকে আলোর পথ দেখাবে: সৌরভ গাঙ্গুলি