বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ
সুপার কাপের ফাইনালে মাদ্রিদ ডার্বি সৌদি আরবের মাটিতে।
নিজস্ব প্রতিবেদন : রুদ্ধশ্বাস ম্য়াচে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল দিয়েগো সিমিওনের দল। সুপার কাপের ফাইনালে মাদ্রিদ ডার্বি সৌদি আরবের মাটিতে।
বৃহস্পতিবার সেমি ফাইনালে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর চাপ তৈরি করে বার্সেলোনা। পাল্টা চাপ তৈরি করে অ্যাটলেটিকোও। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কোকের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। পাঁচ মিনিট পরেই মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর ৬২ মিনিটে গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায় বার্সা।
৮১ মিনিটে স্পটকিক থেকে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান আলভারো মোরাতা। আর ৫ মিনিট পরেই অ্যাঞ্জেল কোরেয়ার গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন - IND vs SL: আজ পুণেতে সিরিজ জয়ের লক্ষ্যে কোহলি ব্রিগেড