Marnus Labuschagne, AUS vs SA: ব্যাট করার মাঝেই সিগারেট চেয়ে বসলেন! লাবুশানের কাণ্ড দেখে হতবাক ক্রিকেট দুনিয়া
১২ রানে প্রথম উইকেট হারালেও, উসমান খোয়াজাকে (Usman Khawaja) সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান লাবুশানে। দ্বিতীয় উইকেটে দু`জন ১৩৫ রান যোগ করেন। এরপর অজিদের ফের ধাক্কা দেন অ্যানরিক নোকিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে (Sydney Test) অদ্ভুত কাণ্ড ঘটিয়ে সবার নজর কাড়লেন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। ব্যাট করার সময় আঙুল দিয়ে সিগারেটের (Cigarette Signal) ইঙ্গিত করলেন! চেয়ে বসলেন লাইটার! অস্ট্রেলিয়ার (Australia) ডানহাতি ব্যাটারের কাণ্ড-কারখানা দেখে গোটা দুনিয়া অবাক হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ার যুগে সেই মুহূর্ত হয়েছে ভাইরাল। তবে সেই ভিডিয়ো সবার মন কাড়লেও খেলায় মন ভরেনি। কারণ খারাপ আবহাওয়ার জন্য সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন মাত্র ৪৭ ওভার খেলা হল। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৪৭ রান তুলেছে অস্ট্রেলিয়া।
গত ম্যাচে দ্বিশতরান করা ডেভিড ওয়ার্নার (David Warner) এদিন মাত্র ১০ রানে অ্যানরিক নোকিয়া (Anrich Nortje) বলে আউট হয়ে যান। এর পরেই ব্যাট করতে নামেন লাবুশানে। সেই সময় দেখা যায় সাজঘরের দিকে লাইটার আনার ইঙ্গিত করছিলেন তিনি। লাইটার নিয়ে আসার পর দেখা যায় লাবুশানে হেলমেটের একটি অংশ সারাই করার জন্য লাইটার চাইছিলেন। একটা জায়গা খুলে গিয়েছিল। আগুন জ্বালিয়ে জায়গাটা গরম করার ফলে আবার ঠিক জায়গায় লাগিয়ে দেওয়া গিয়েছিল। সেটা করার জন্যই লাইটার চাইছিলেন লাবুশানে। সেই মুহূর্ত ভাইরাল হতে সময় লাগেনি।
এদিকে ১২ রানে প্রথম উইকেট হারালেও, উসমান খোয়াজাকে (Usman Khawaja) সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান লাবুশানে। দ্বিতীয় উইকেটে দু'জন ১৩৫ রান যোগ করেন। এরপর অজিদের ফের ধাক্কা দেন অ্যানরিক নোকিয়া। ১৫১ বলে ৭৯ রানে আউট হন তিনি। তাঁর ইনিংস ১৩টি চার দিয়ে সাজানো ছিল। উসমান খোয়াজা ১২১ বলে ৫৪ রানে অপরাজিত রয়েছেন। ফলে ২ উইকেটে ১৪৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে অনেকটা এগিয়ে রয়েছে ব্যাগি গ্রিন বাহিনী।