স্টিভ স্মিথই কি দ্বিতীয় ডন?
তরানের ক্ষেত্রেও ডন ব্র্যাডম্যানের সঙ্গে টক্কর দিয়েছেন। স্মিথ অধিনায়ক হিসেবে ২৯ টেস্টে ১৪টি শতরান করেছেন। উল্টোদিকে অধিনায়ক হিসেবে ডন ২৪ টেস্টে ১৪ শতরান পেয়েছিলেন। এমনকী অ্যাসেজেও ডনের দুটি দ্বিশতরানের নজিরও স্পর্শ করেছেন স্মিথ।
নিজস্ব প্রতিবেদন: আধুনিক ডন হিসেবে পরিচিতি পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। এমনকী স্যার ডন ব্র্যাডম্যানও জানিয়েছিলেন তিনি সচিনের ব্যাটিংয়ে তাঁর ছায়া দেখতে পেয়েছিলেন। কিন্তু বর্তমান প্রজন্মে সচিন নন, স্টিভ স্মিথ হয়ে উঠছেন দ্বিতীয় ব্র্যাডম্যান। অন্তত অস্ট্রেলিয়ার অধিনায়কের ব্যাটিং পরিসংখ্যান তাই বলছে। ৫৯ টেস্টের পর স্মিথের ব্যাটিং গড় ৬২. ৩২। যার উপরে আছেন একমাত্র ব্র্যাডম্যান। স্যার ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪। এমনকী শতরানের ক্ষেত্রেও ডন ব্র্যাডম্যানের সঙ্গে টক্কর দিয়েছেন। স্মিথ অধিনায়ক হিসেবে ২৯ টেস্টে ১৪টি শতরান করেছেন। উল্টোদিকে অধিনায়ক হিসেবে ডন ২৪ টেস্টে ১৪ শতরান পেয়েছিলেন। এমনকী অ্যাসেজেও ডনের দুটি দ্বিশতরানের নজিরও স্পর্শ করেছেন স্মিথ।
আরও পড়ুন- 'ভারতেই বিয়ে করেছেন শ্রীরাম, বিরাট কেন বিদেশে গেলেন?' প্রশ্ন বিজেপি নেতার