ওয়েব ডেস্ক: স্ত্রী অসুস্থ। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচের দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন শিখর ধাওয়ান। বিসিসিআই, শিখর ধাওয়ানের সেই আবেদন মঞ্জুরও করেছে। অর্থাত, রবিবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতীয় দলে থাকছেন না দুরন্ত ফর্মে থাকা ওপেনার শিখর ধাওয়ান। আর এটা নিয়েই মনোস্তাত্বিক খেলা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নৈতিকতার জন্য কোটি কোটি টাকা ছেড়ে দিলেন বিরাট কোহলি!


চেন্নাইতে এক সাংবাদিক সম্মেলনে অজি ক্রিকেটার অ্যাস্টন অ্যাগার বলেছেন, 'শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছে। সুতরাং, ও যখন খেলবে না, এটা অবশ্যই আমাদের পক্ষে ইতিবাচক।যেহেতু শিখর ধাওয়ান খেলছে না, তাই ভারতের ব্যাটিং লাইনআপে সেভাবে বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন তৈরি হবে না। সেটাও আমাদের পক্ষে যাবে।' অ্যাস্টন অ্যাগার পাশাপাশি এটাও জানিয়েছেন যে, অ্যাডাম জাম্পা এবং যজুবেন্দ্র চাহাল এই সিরিজে ম্যাচ জেতানো পারফরম্যান্স করবেন। তিনি বলেছেন, 'জাম্পা এবং চাহাল দারুণ বোলার। ভাল বল করার জন্য, ওদের অনুকূল পিচ কিংবা পরিবেশের দরকার হয় না। সেখানে, ভারতে খেলা হচ্ছে মানে, ধরে নেওয়াই যায় যে, পিচ থেকে সাহায্য পাবে স্পিনাররা। সেক্ষেত্রে জাম্পা এবং চাহালদের ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জাম্পার তো আইপিএলেও ভাল খেলার অভিজ্ঞতা রয়েছে।'


আরও পড়ুন  যে পাঁচ ভারতীয় ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকবে অস্ট্রেলিয়া