ওয়েব ডেস্ক: ম্যাচের শেষ কুড়ি মিনিটে তৈরি হল নতুন  ক্রিকেট ইতিহাস।  কুড়ি বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে  টেস্ট সিরিজ জিতে নিল পাকিস্তান।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯৪ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। শুধু তাই নয় , মিসবা বাহিনীর সৌজ ন্যে টেস্ট ক্রিকেটে এটাই এখনও পর্যন্ত পাকিস্তানের সর্ব বৃহৎ জয়।


সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিতীয় টেস্টে মিসবরা ৩৫৬ রানে বড় ব্যবধানে  পরাজিত করল অস্ট্রেলিয়াকে। অসি বাহিনীকে নাস্তানাবুদ করে ২-০ জিতে নিল সিরিজ।  


দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে  ৫৭০ রান করে ডিক্লেয়ার করে পাকিস্তান। জবাবে অসিদল শেষ হয়ে যায় ২৬১ রানেই।


দ্বিতীয় ইনিংসে ২৯৩-৩ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় পাকিস্তান। জিততে হলে দরকার ৬০৩ রান, এমন পরিস্থিতিতে মাত্র ২৪৭ রানে গুটিয়ে যায়  অসি বাহিনী।


লাঞ্চের পড়ে পাক স্পিনারদের দাপটে তাসের ঘড়ের মত ভেঙে পড়ে  ব্যাগি গ্রিন টুপির মালিকদের সমস্ত ব্যাটিং প্রতিরোধ। শেষ ৫টি উইকেট মাত্র ৪৬ রানের মধ্যে পড়ে।


জুলফিকার বাবার ১২০ রানে ৫টি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন অল রাউন্ডার স্টিভেন স্মিথ (৯৭)।


প্রথম ও দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ পাক ক্যাপ্টেন মিসবা-উল হক।  


ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ইউনিস খান।