ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাসেজ সিরিজে তরতাজা অবস্থায় পাওয়ার জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী এই বোলারকে। চোটের জন্য প্রায় পাঁচ বছর ক্রিকেটের বাইরে ছিলেন কামিন্স। তারপর চোট সারিয়ে ফিরে চলতি বছরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ বোলিং করেছিলেন। সেই থেকে তিনি নিয়মিত ৫০ ওভারের ম্যাচে খেলে যাচ্ছেন। এত ধকল নেওয়ার পর তাঁকে অ্যাসেজের আগে খানিকটা বিশ্রাম দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন, কূলদীপকে কোথায় বল করতে বলেছিলেন ধোনি?


অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, 'প্যাট দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। চোট থেকে ফিরে আসার পর, আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে মানিয়ে নিয়েছে সে। কিন্তু আমরা ওকে তরতাজাভাবে অ্যাসেজ সিরিজে চাই। তাই, কামিন্সকে মানসিক এবং শারীরিকভাবে বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।প্যাটের পরিবর্তে টি২০ সিরিজে কাকে দলে নেওয়া হবে, সেই নাম আমরা পরে জানিয়ে দেব।'


আরও পড়ুন  দেখুন, তিন বছর আগে করা ভারতের জার্সি গায়ে কূলদীপের হ্যাটট্রিকের ভিডিও