নিজস্ব প্রতিবেদন: মহিলাদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে মহারণ। আন্তর্জাতিক নারী দিবসে আইসিসি ওমেন'স টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। মেলবোর্নে মহারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল লেডি টিম ইন্ডিয়া। তাও আবার বিশ্বকাপের প্রথম ম্যাচে। ফের বিশ্বকাপের ক্লাইম্যাক্সে মুখোমুখি দুই দল। হরমনপ্রীতদের বর্তমান ফর্ম দেখে তাই রবিবারের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। সুপার সানডে-তে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যেই নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে মরিয়া হরমনপ্রীতরা। নিজের জন্মদিনে দেশকে বিশ্বকাপ এনে দিতে বদ্ধপরিকর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।



ইতিমধ্যেই ভারতীয় দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও


আরও পড়ুন - ক্রিকেটের সঙ্গে বিনোদনের মিশেল মেলবোর্নে,বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এমসিজি মাতাবেন মার্কিন পপ তারকা