জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উপস্থিতি! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে নাকি রোহিত প্রথম টেস্ট, এমনকী দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন ক্য়াঙারুর দেশে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মিডিয়া চ্য়ানেল ফক্স ক্রিকেটের পোস্টার ঝড় তুলে দিল! তারা অজি অধিনায়ক প্য়াট কামিন্সের পাশে রোহিতের বদলে জুড়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে! যা দেখে সকলেই প্রায় চমকে গিয়েছে! 


আরও পড়ুন: দগদঘে ঘায়ের মতো জ্বলছে ০-৩; 'ক্ষমা চাওয়া উচিত', বিস্ফোরক অশ্বিনের নিশানায় কারা?





ভারতীয় দল দু'খেপে অস্ট্রেলিয়া উড়ে যাবে। রবিবার প্রথম দল উড়ে যাবে ডনের দেশে। জানা যাচ্ছে রোহিত শর্মাও নাকি সেই বিমানে উঠবেন। যদিও তাঁর  পিতৃত্বকালীন ছুটি থেকে পারথের অনিশ্চিয়তা নিয়ে চর্চা তুঙ্গে!  এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম, রোহিতের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে। সেখানে লেখা হয়েছে, 'রোহিত অস্ট্রেলিয়া যাচ্ছে। তবে ওর প্রথম টেস্ট খেলা এখনও নিশ্চিত নয়। আমরা দেখি এরপর কী হয়। ওকে পাওয়া না পাওয়া ব্যক্তিগত বিষয় সাপেক্ষে দেখা হবে।' নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের পর রোহিতকে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'এই মুহূর্তে আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না যে যাবই। দেখা যাক কী হয়। ফিঙ্গারস ক্রসড'! দেখা যাক এবার কী হয়! 


আগামী ২২ নভেম্বর পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত দাপট বজায় রেখেছে সেই ২০১৮-১৯ থেকে। সেই বছর ভারত ২-১ হারিয়েছিলে অজিদের। এই রেজাল্টই হয়েছিল ২০২০-২১ মরসুমেও। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি। যদিও কামিন্সের টিম বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছে গতবছর। এখন দেখার ভারত কী করে ডনের দেশে। 


আরও পড়ুন: ছুটিতে থাইল্যান্ডে ধোনি, সমুদ্রে শিশুর মতো দাপাদাপি... ভিডিয়ো করলেন কে?


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।      


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)