ICC World Cup 2019: বার্মিংহামে ব্রিটিশদের দাপট! ফাইনালে উঠতে ইংল্যান্ডের টার্গেট ২২৪ রান
ক্রিস ওকস, জোফ্রা আর্চার, আদিল রশিদের দুরন্ত বোলিংয়ে মাত্র ২২৩ রানে অলআউট অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদন : প্রথম সেমি-ফাইনালের মতো দ্বিতীয় সেমি-ফাইনালেও লো-স্কোরিং ম্যাচ। ক্রিস ওকস, জোফ্রা আর্চার, আদিল রশিদের দুরন্ত বোলিংয়ে মাত্র ২২৩ রানে অলআউট অস্ট্রেলিয়া। ফাইনালে যেতে ব্রিটিষদের টার্গেট মাত্র ২২৪ রান।
এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। শূন্য রানে ফিঞ্চকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন জোফ্রা আর্চার। এরপর ক্রিস ওকসের জোড়া ধাক্কায় প্যাভিলিয়নের পথ দেখেন ডেভিড ওয়ার্নার(৯) এবং পিটার হ্যান্ডসকম্ব(৪)। এরপর অবশ্য দাঁতে দাঁত চেপে লড়াই চালান স্টিভ স্মিথ এবং অ্যালেক্স কেরি। আর্চারের বাউন্সারে চোয়ালে আঘাত লাগার পর ব্যান্ডেজ বেঁধে ৭০ বলে ৪৬ রান করেন ক্যারে। স্টোইনিস শূন্য, ম্যাক্সওয়েল ২২, কামিন্স ৬ আর শেষ দিকে মিচেল স্টার্ক ২৯ রান করেন। অন্যদিকে ১১৯ বলে ৮৫ করে রান আউট হলেন স্মিথ।
আরও পড়ুন - বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, কাশ্মীরে বাজি পুড়িয়ে আনন্দ উদযাপন!
৪৯ ওভারেই ২২৩ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিল ইংল্যান্ড। ব্রিটিশদের হয়ে ক্রিস ওকস ও আদিল রশিদ ৩টি করে উইকেট নিলেন। ২টি উইকেট নেন জোফ্রা আর্চার। বিশ্বকাপের ফাইনালে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ২২৪ রান। যদিও বিশ্বকাপের সেমি-ফাইনালে এখনও হারেনি অজিরা।