ওয়েব ডেস্ক: ক্রিকেট মাঠে টেস্টে নিজেদের গড়া ১১৬ বছরের রেকর্ড ছুঁলো অস্ট্রেলিয়া। যদিও রেকর্ডটায় গর্ব নেই। চিরকালই থাকবে লজ্জা। ক্যাপ্টেন স্টিভেন স্মিথের কাঁধ থেকে এই লজ্জার দায় কোনওদিনও মুছবে বলে মনে হয় না! ভাবছেন কী এমন কাণ্ড ঘটালেন অজি ক্রিকেটাররা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অস্ট্রেলিয়াকে তাদের দেশেই একেবারে লজ্জায় ফেলে দিল দক্ষিণ আফ্রিকা!


হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়া হেরে গিয়েছে এক ইনিংস এবং ৮০ রানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল মাত্র ৮৫ রান। আর দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটসম্যানরা তোলেন ১৬১ রান। আর এই দুই ইনিংস মিলিয়ে মোট ১৬ বার অজি ক্রিকেটাররা দুই অংকের রানে পৌঁছেতে পারলেন না! হ্যাঁ, ১৯১২ সালে শেষবার অস্ট্রেলিয়া কোনও টেস্ট ম্যাচে ১৬ বার এক অংকের রানে আউট হয়েছিল। ১১২ বছর পর সেই লজ্জার ঘটনার পুনরাবৃত্তি হল হোবার্ট টেস্টে!


আরও পড়ুন  কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয় জানুন