নিজস্ব প্রতিবেদন : বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনিরা যা পারেননি রবিবার চেন্নাইয়ে সেটাই করে দেখালেন নেতা রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দু বার ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার নজির গড়লেন রোহিত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শেষ হতেই রোহিতের মুখে অস্ট্রেলিয়া সিরিজের কথা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করলেও আসন্ন অস্ট্রেলিয়া সফরে কঠিন লড়াই অপেক্ষা করছে বলেই যেন সতর্ক করে দিলেন 'হিটম্যান'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া


আসন্ন অস্ট্রেলিয়া সফরের শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয়ের ইতিবাচক দিকগুলি অস্ট্রেলিয়ায় সাহায্য করবে বলেই মনে করেন রোহিত। উইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর  রোহিত বলেন, "সামগ্রিকভাবে, আমি খুশি যেভাবে এই  সিরিজে সবাই পারফর্ম করেছে। এই সিরিজের অনেক ইতিবাচক দিক রয়েছে। বিশেষ করে ফিল্ডিং নিয়ে আমি খুব খুশি।"



তবে অস্ট্রেলিয়া সফর নিয়ে কিন্তু বেশ সিরিসাস রোহিত শর্মা। এ প্রসঙ্গে তিনি বলেন, " অস্ট্রেলিয়া সবসময়ের জন্য চ্যালেঞ্জিং। আপনি যখনই ও দেশে যাবেন প্রতিবারই আপনাকে ব্যক্তিগত এবং দলগত পরীক্ষা দিতে হবে। অস্ট্রেলিয়ায় কিন্তু কঠিন লড়াই হবে। আমরা এখানে দল হিসেবে যা করেছি সেটাই আমাদের ওখানে করতে হবে। এই মুহূর্তে দলের মনোবল তুঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়ায় আমাদের সেরা অস্ত্রগুলো প্রয়োগ করতে হবে।"