নিজস্ব প্রতিবেদন- অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন জানালেন আসন্ন বক্সিং ডে টেস্টে ভারতকে ফের চূর্ণ করবে অজিরা। ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওয়ার্ন। তাঁর মতে, আগের টেস্টের লজ্জার হারের ঘোর এখনও কাটাতে পারেননি রাহানেরা, তার উপর অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে টিম পেইনদের হারানো রীতিমতো কষ্টসাধ্য। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই শেষ হয়ে যায় ভারত যা কিনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন স্কোর। বিরাট কোহলিদের ৮ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট তিনদিনের মধ্যেই জিতে নেয় অস্ট্রেলিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ICC T20I Rankings: এক ধাপ এগোলেন Kohli, জায়গা ধরে রাখলেন Rahul


বড়দিনের পরদিনই মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ফের মুখোমুখি হচ্ছে এই দুই দল। যদিও তিনি বলেন, “ভারতের হয়ে বেশ কিছু অনবদ্য ক্রিকেটার এই টেস্টের দলে ঢুকতে চলেছেন। কে এল রাহুল, তরুণ শুভমান গিল এরমই দুজন ব্যাটসম্যান। এছাড়াও রাহানে অসাধারণ ও পূজারা কি করতে পারে আমরা সবাই জানি।”
তবে চোটের কারণে মহম্মদ শামির ছিটকে যাওয়া ভারতের জন্য বড় ক্ষতি তা মেনে নেন গত শতাব্দীর সেরা লেগ স্পিনার। তাঁর মতে, মেলবোর্নের পিচে শামির বোলিং অসুবিধায় ফেলতে পারত স্মিথদের।