ওয়েব ডেস্ক : প্রথম ও দ্বিতীয় একদিনের ম্যাচে হারের পর ইন্দৌরে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ১৭ ওভারে ১ উইকেটে ৮৭ রান। আগের দুটি ম্যাচে শুরুর দিকে ব্যাটিং বিপর্জয়ের ধাক্কায় তৃতীয় ম্যাচে অসিদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে বাধ্য করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চেন্নাইয়ে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার সামনে রান তাড়া করার টার্গেট কমে যায়। কিন্তু, তারপরও ব্যাটিং বিপর্জয়ের ফলে সেই টার্গেট ধরতে ব্যর্থ হন তাঁরা। অন্যদিকে, কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অসিদের সামনে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম কোহলি। কুলদীপ যাদবের হ্যাট্রিকের দাপটে সেখানেও ব্যর্থ হয় তারা।


৫ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ তে পিছিয়ে থেকে রবিবার ইন্দৌরে নেমেছেন ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। আজকের খেলায় শুরু থেকেই অত্যন্ত সন্তর্পণে খেলছে অসিরা।


আরও পড়ুন- স্পিনার ধোনি! হয়ত আজ দেখতেই পারেন এই ভূমিকায়