নিজস্ব প্রতিবেদন: রজার ফেডারের হার। ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনে এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় নক্ষত্রপতন। রবিবার রড লেভার অ্যারিনায় গ্রিসের স্তেফানোস চিচিপাসের কাছে হেরে যান সুইস তারকা রজার ফেডেরার। ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬- সেটে জেতেন গ্রিক টেনিস খেলোয়াড়।  আর এই জয়েই তৈরি হয়ে যায় ইতিহাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ‘কেঁদো না, তুমি চমত্কার খেলেছ’, জয়ের পর বিপক্ষকে জড়িয়ে সান্ত্বনা সেরেনার


অস্ট্রেলিয়ান ওপেনে এই প্রথম কোনও গ্রিক খেলোয়াড় কোয়র্টার ফাইনালের রাস্তা পাকা করলেন। সেখানে স্প্যানিশ টেনিস খেলোয়াড় রোবার্তো বাতিস্তার মুখোমুখি হবেন তিনি। রবিবার বিশ্বের তিন নম্বর টেনিস তারকাকে হারানোর পর চিচিপাস বলেন, “এই জয়কে ব্যাখ্যা করার মতো কোনও ভাষা আমার নেই। মনে হচ্ছে, এই মুহূর্তে আমিই পৃথিবীর সব থেকে সুখী মানুষ।”



২০ বছরের এই খেলোয়াড় আরও বলনে, “ছয় বছর বয়স থেকেই আমি ফেডেরারকে আমার আদর্শ মেনে এসেছি। রড লাভার অ্যারিনায় আমার স্বপ্নপূরণ হল। আমি রজার ফেডারের মুখোমুখি হলাম। কোর্টে নামার আগে থেকেই আমার নিজের উপর বিশ্বাস ছিল। নিজের দক্ষতার উপর বিন্দুমাত্রও অনাস্থা আসতে দিইনি। বিশ্বাস করেছিলাম, আমি জিততে পারি।”