Neeraj Chopra: এবার দেশের মাটিতে নীরজের বর্শামঙ্গল, `সোনার` ছেলের আবার সোনা
৩ বছর পার। তারিখটি ছিল ৭ অগাস্ট ২০২১। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনালে, ভারতের নীরজ চোপড়ার হাত থেকে উড়ে গিয়েছিল ফ্লুরোসেন্ট সবুজ রঙা বর্শা। ৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করা ওই জ্যাভলিনই নীরজকে সোনা এনে দিয়েছিল। এরপর আর পারফর্ম করেননি দেশের মাটিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ৮২,২৭ মিটার। টোকিও অলিম্পিক্সের ৩ বছর পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া। এবার দেশের মাটিতে, ফেডারেশন কাপে। রুপো পেলেন ডিপি মনু (৮২.০৬ মিটার)।
আরও পড়ুন: Rohit Sharma: ১০০ বার ভিডিয়ো দেখেই মাঠে নামতেন! দুঃস্বপ্নের সেই বোলারের নাম বললেন রোহিত
৩ বছর পার। তারিখটি ছিল ৭ অগাস্ট ২০২১। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনালে, ভারতের নীরজ চোপড়ার হাত থেকে উড়ে গিয়েছিল ফ্লুরোসেন্ট সবুজ রঙা বর্শা। ৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করা ওই জ্যাভলিনই নীরজকে সোনা এনে দিয়েছিল। এরপর আর পারফর্ম করেননি দেশের মাটিতে।
১২ মে থেকে ভুবনেশ্বরের শুরু হয়েছে ফেডারেশন কাপ। চলবে ১৫ মে। সেই আসরে দেখা গেল নীরজকে। সোনা জিতলেন সহজেই। তবে তাঁর লক্ষ্যপূরণ হল না। ৯০ মিটার পার করতে পারলেন না নীরজ।
প্যারিস অলিম্পিক্সে নীরজ আগুন জ্বালাতে প্রস্তুত। সাই মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, 'আমি প্য়ারিস অলিম্পিক্সে নিজের সেরা জায়গায় থাকতে চাই। আমার ট্রেনিং সেশনও দারুণ হয়েছে। আমি সবসময়ে শক্তি ও কৌশলের সঙ্গেই ফিটনেসের উপর জোর দিয়েছি। সাম্প্রতিক সময়ের সেরা ফিটনেসে আছি। আমি বলব যে, ট্রেনিং এবং প্রতিযোগিতা কিন্তু একেবারে আলাদা। ভারতের জার্সিতে নামার অনুভূতিই আলাদা। অবিশ্বাস্য জোশ কাজ করে। নীরজ কোনও টুর্নামেন্টে নামা মানেই পদক বাঁধা। এমনই উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন। দেখা যাক ফেড কাপে নীরজ কী ফুল ফোটান!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)