WT20, India vs Pakistan: `অতীত ভুলে যান, জিতব আমরাই`! হুঙ্কার পাক অধিনায়কের
বিগত কয়েক বছর সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তান ধারাবাহিক ক্রিকেট খেলে আসছে।
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণের কথা উঠলেই, সবার আগে চলে আসে পরিসংখ্যান। ৫০ ওভারের বিশ্বকাপে ভারত ৭-০ এগিয়ে পাকিস্তানের বিরুদ্ধে। কুড়ি ওভারের বিশ্বকাপে নীল জার্সিধারীদের সেই রেকর্ড ৫-০। তবে অতীতের সব পরিসংখ্যান ভুলে যেতে বলছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। তিনি বলছেন আগামী রবিবার শেষ হাসি হাসবেন তাঁরাই। এবার ভারতকে হারাবে পাকিস্তান।
পিসিবি-তে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো আত্মবিশ্বাসী শোনাচ্ছে বাবরকে তিনি বলেন, "যখন কোনও টিম বড় টুর্নামেন্টে খেলতে নামে, তখন কথা বলে আত্মবিশ্বাস। যেটা এই দলের মধ্যে রয়েছে। অতীত ভুলে যান। আমরা ওসব নিয়েই ভাবিত নই। ভবিষ্যতের দিকেই আমাদের ফোকাস। আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা ভারতের বিরুদ্ধে ভাল ক্রিকেট খেলব। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলাদা মাত্রা যোগ করে। দুই দলের ওপরেই চাপ থাকে। দল হিসাবে আমাদের ফোকাস থাকে ক্রিকেটে। ভাল ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।"
আরও পড়ুন: WT20: কুড়ি ওভারের বিশ্বকাপে অনন্য নজির গড়লেন Shakib Al Hasan
বিগত কয়েক বছর সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তান ধারাবাহিক ক্রিকেট খেলে আসছে। আর এটাই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অ্যাডভান্টেজে রাখবে বলে মনে করছে পাক ক্যাপ্টেন। তাঁর সংযোজন, "আমরা বিগত ৩-৪ বছর এখানে খেলছি। খুব ভাল ভাবে জানি উইকেটের আচরণ। ব্য়াটাররা জানে কীভাবে মানিয়ে নিতে হয়। দিনের দিন যে ভাল ক্রিকেট খেলবে, সেই জিতবে। আমাকে জিজ্ঞাসা করলে বলব, আমরাই জিতছি।" আগামী রবিবার বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। রবিবাসরীয় ব্লকবাস্টারের পারদ ক্রমেই চড়ছে। টি-২০ বিশ্বকাপের মহামঞ্চে সম্মুখ সমরে ইন্দো-পাক।