Babar ki Kahani; বলবয় থেকে দেশের অধিনায়ক! জীবনের গল্প শোনাবেন Babar Azam
বাবর আজ এই জায়গায় অনেক লড়াই করেই এসেছেন।
নিজস্ব প্রতিনিধি: তিনি পাক ক্রিকেটের পোস্টার বয়। মাত্র ৬ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক করে আজ পাকিস্তানের ক্যাপ্টেন। বাইশ গজে বাবর আজম (Babar Azam) বিশ্ববন্দিত নাম, ওয়ানডে ফর্ম্যাটে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। কোটি কোটি অনুরাগী তাঁর। বাবর এবার তাঁর লড়াইয়ে গল্প শোনাতে চলেছেন। টুইটারে তিনি একটি পোস্টার শেয়ার করেছেন 'মেরি কাহানি' (Babar Azam) বলে। দেখে মনে হচ্ছে সম্ভবত তাঁর অটোবায়োগ্রাফি প্রকাশিত হতে চলেছে। যদিও বাবর খোলসা করে কিছুই বলেননি। শুধু ছবিটা শেয়ার করে অপেক্ষা করতে বলেছেন।
আরও পড়ুন: পুরনো স্কুটারের ছবি পোস্ট করে নস্ট্যালজিক Mohammad Azharuddin! শোনালেন জীবনের গল্প
বাবর আজ এই জায়গায় অনেক লড়াই করেই এসেছেন। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সামান্য বলবয় থেকে তিনি দেশের অধিনায়ক। বোঝাই যাচ্ছে যে পাক অধিনায়কের লড়াইটা সহজ ছিল না। ক্রিকেটের সব ফর্ম্যাটে দাপটের সঙ্গে খেলে আজ সকলের মন জয় করে নিয়েছেন ২৬ বছরের ক্রিকেটার। গত ১৪ এপ্রিল বিরাট কোহলির (Virat Kohli) সিংহাসন ছিনিয়ে নিয়ে একদিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হন বাবর। ৫০ ওভারের ফর্ম্যাটে ১৩৫৮ দিনের কোহলি রাজের অবসান হয়েছে বাবরের হাতেই। প্রায়শই বাইশ গজের মহারথীরা কোহলির সঙ্গে বাবরের তুলনা টানেন। কেউ কেউ আবার বাবরকেও এগিয়ে রাখেন। তবে পাক অধিনায়ক এসবে কর্ণপাত না করেই নিজের খেলাটা খেলে চলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গেই।