Babar Azam: `সরে দাঁড়ানোর এখনই সময়`, ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা পাক অধিনায়ক বাবরের
ক্যাপ্টেন্সি ছাড়লেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের হয়ে তিন ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন ক্যাপ্টেন ও দলকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন বলেও জানিয়েছেন বাবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) নয় ম্য়াচের মধ্য়ে পাঁচ ম্য়াচই হেরেছে পাকিস্তান। পয়েন্ট টেবলে পাঁচে শেষ করেই বাবর আজমদের বিশ্বকাপের বিদায়ঘণ্টা বেজেছে। এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপের শেষ চারে যাওয়া হল না ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশের। বিশ্বকাপ ভরাডুবির পরেই পরপর বড় ধাক্কা খেল পাকিস্তান। তারকা প্রোটিয়া পেসার মর্নি মর্কেল (Morne Morkel) জানিয়ে দিয়েছেন যে, তিনি আর শাহিন শাহ আফ্রিদিদের তালিম দেবেন না। পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এবার বাবর আজমও (Babar Azam) ছেড়ে দিলেন অধিনায়কত্ব।
আরও পড়ুন, Pakistan Bowling Coach Quits: শাহিনদের আর দেবেন না তালিম! ইস্তফা দিলেন পাক বোলিং কোচ
আগেই জানা গিয়েছিল যে, পাকিস্তান দেশে ফেরার পরেই হয়তো বাবর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আর বাস্তবে ঘটল সেটাই। কোনও ফরম্য়াটেই বাবর আর নেতৃত্ব দেবেন না বলে, তাঁর এক্স অ্য়াকাউন্টে (সাবেক ট্যুইটার) বিবৃতি দিয়ে বুধ সন্ধ্য়ায় জানিয়ে দিলেন বাবর। পাক ক্রিকেটার লিখলেন, “এখনও মনে আছে সেই মুহূর্তটা, যখন ২০১৯ সালে পাক বোর্ডের তরফে ফোনটা পেয়েছিলাম। আমায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। গত চার বছরে মাঠে আর মাঠের বাইরে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছি। কিন্তু আমি আন্তরিকভাবে এবং আবেগের সঙ্গে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গর্ব ও সম্মান বজায় রাখার লক্ষ্যে কাজ করেছি।''
তিনি আরও বলেন, ''তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলব। নয়া অধিনায়ককে সবরকমভাবে সাহায্য করব।'' ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাক দল। বাবর না সরলে তাকে যে সরিয়েই দিত পিবিসি অধিনায়ক। তবে তাঁর এই সিদ্ধান্তে সমালোচনা তৈরি করেছে ক্রিকেট দুনিয়ায়।
আরও পড়ুন, Virat Kohli | World Cup 2023: শৈশবের নায়কের সামনেই কিং হলেন কোহলি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)