ব্যুরো: সোনি, ডাফি, কাতসুমি, জেজে, বলবন্ত। মোহনবাগানের ফরওয়ার্ড লাইন নিঃসন্দেহে এবারের আই লিগের ভারত সেরা। সেই হাইপ্রোফাইল ফরওয়ার্ড লাইনের হলটা কি? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আই লিগের গুরুত্বপূর্ণ সময় সেটাই বড় প্রশ্ন। দশটা ম্যাচে মাত্র ষোলটা গোল করেছেন সবুজেমরুনের স্ট্রাইকাররা। হটাতই অফ ফর্মে ড্যারেল ডাফি। স্কটিশ এই স্ট্রাইকারের নামের পাশে শেষ কয়েকটা ম্যাচে গোল নেই। জেজে, বলবন্তের পারফরম্যান্সেও ধারাবাহিকতার অভাব। কাতসুমির পজিশন নিয়ে পরীক্ষা চলছেই। কখনও উইং তো কখনও মাঝমাঠে জাপানিজ এই ফুটবলারকে ব্যবহার করছেন সঞ্জয় সেন। তবে কাতসুমির খেলায় সেই ঝাঝটাই এবার যেন উধাও। 


আর সবথেকে বড় ধাধা সোনি নর্ডিকে ঘিরে। চোট সারিয়ে মাঠে ফিরেছেন। তবে হাইতিয়ান ফুটবলার সেভাবে ম্যাজিক দেখাতে পারছেন না। এবারের সোনি যেন গতবারের ছায়ামাত্র। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে প্রতিপক্ষের দলের ডিফেন্ডারকে কাটাতে পারছেন না সোনি। বাগানের সেরা অস্ত্র ছন্দ হারাতে বাগানের আত্রমণেও যেন ধার কমেছে। সামনেই পরপর ম্যাচ। ফরওয়ার্ডদের ছন্দে ফেরানোটাই চ্যালেঞ্জ বাগান কোচের সামনে।