নাগিন ডান্স `আবিষ্কার` করা বাংলাদেশের ক্রিকেটার এবার করোনায় আক্রান্ত
বাংলাদেশের ক্রিকেটে করোনা থাবা বসিয়েছে আগেই।
নিজস্ব প্রতিবেদন- বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম একবার বলেছিলেন, তাদের দলের আইকনিক নাগিন ডান্সের আবিষ্কার করেছিলেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপু। এবার সেই নাজমুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর মা-বাবাও করোনায় আক্রান্ত। একবার মুশফিকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি শ্রীলংকার বিরুদ্ধে নিদাহাস ট্রফিতে ম্যাচ জিতে ওরকম উদ্ভট নাচ করেছিলেন! জবাবে তিনি বলেন, আগে থেকে কিছুই ঠিক করা ছিল না। তাছাড়া ওই নাচ নতুন কিছু নয়। তবে বাংলাদেশ দলে নাজমুল অপু নাগিন ড্যান্সের শুরু করেছিলেন। এর পর ম্যাচের উইনিং রান মুশফিকুরের ব্যাট থেকে আসে। তাই আনন্দে তিনি নাগিন ড্যান্স করেছিলেন।
আরও পড়ুন- ফ্লাইং পুশ-আপ শেখাচ্ছেন হার্দিক পান্ডিয়া! ফিটনেস ধরে রাখতে শিখে নিন
বাংলাদেশের ক্রিকেটে করোনা থাবা বসিয়েছে আগেই। বাংলাদেশের হয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলা আশিকুর রহমান ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পর বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফিও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের দাদা নাফিস ইকবালও ভাইরাসে আক্রান্ত। তামিমের পরিবারের মোট চারজন আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। এদিন নাজমুল অপু জানিয়েছেন, তিনি গত সপ্তাহে ত্রাণ দিতে গিয়েছিলে। তারপর বাড়িতে ফিরেই তিনি অসুস্থ বোধ করেন। গত বুধবার করোনা টেস্ট করান। এরপর রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম আইসোলেসনে আছেন বলে জানিয়েছেন।
এদিকে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি এখন আগের থেকে ভাল আছেন বলে জানা গিয়েছে। তাঁর শরীরে জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না। মাশরাফির শ্বাসকষ্টের সমস্যা আছে। দিন কয়েক আগে মাশরাফির শ্বাশুড়ি করোনা আক্রান্ত হয়েছিলেন।