ওয়েব ডেস্ক:  কোন পথে আইএসএল ও আই লিগকে মেলানো সম্ভব সেটা ঠিক করতে সতেরোই অগাস্ট বৈঠকে বসছে ফেডারেশনের নয়া স্ট্যান্ডিং কমিতি। বৈঠকের আগেই নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন এই কমিটির অন্যতম সদস্য তথা দেশের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। প্রস্তাবিত নতুন লিগে সম্ভবত থাকছে না অবনমন আর প্রোমোশান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পদক জেতার জন্য ১৪ আগস্ট দিনটাই দীপার জন্য সেরা পটভূমি


বাইচুং অবশ্য এটাকে না মেনে, তার উল্টো পথে হাঁটছেন। যে কোনও লিগে অবনমন আর প্রোমোশান থাকা দরকার।সাফ বলছেন বাইচুং। প্রস্তাবিত নতুন লিগ ছয় থেকে সাত মাসের হওয়ার উচিত বলে মনে করেন বাইচুং।


আরও পড়ুন  জীবনসঙ্গী বাঁছতে আপনার প্রেমিকা বা প্রেমিকার মধ্যে এই দুটো জিনিস আছে কিনা দেখে নিন