নিজস্ব প্রতিবেদন- Guyana Amazon Warriors বনাম Jamaica Tallawahs-এর ম্যাচ শুরুতে দেরি হল। না, কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়। কারণটা একেবারেই আনকোরা। ক্রিকেটের ইতিহাসে এর আগেও এমন কারণের জন্য একবার ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। Caribbean Premier League-এর ম্যাচ এমনই এক অদ্ভুত কারণের জন্য দেরিতে শুরু হল। পিচে গেঁথে ছিল আস্ত একখানা বল। সেই সাদা বলের কিছুটা মাটির উপর উঠে ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও সেই বল তুলে আনতে পারছিলেন না মাঠকর্মীরা। আসলে মাটি খুঁড়ে বের করলে পিচের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। ফলে ম্যাচ শুরু হতে আরো দেরি হত সেক্ষেত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ধোনি, রোহিতের ভক্তদের মধ্যে ব্যাপক মারামারি! যুবককে আখের খেতে নিয়ে গিয়ে মারধর



ম্যাচ শুরুর আগে পিচ সমান করার জন্য রোলার চালানো হচ্ছিল। সেই সময় রোলারের নিচে পড়ে যায় বল। ব্যস্, সেই বল গেঁথে যায় পিচে। তার পর এই কাণ্ড নিয়ে বেশ সমস্যায় পড়েন মাঠকর্মীরা। শেষমেশ মাটি খুঁড়ে বল বের করা হয়। তার পর গর্ত বুজিয়ে দেওয়া হয়। এসব করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হয়। ফলে ম্যাচ শুরু করতে দেরি হয়ে যায়। এর আগেও এমন কাণ্ড ঘটেছিল। ২০০৩ সালে হারারেতে জিম্বাবোয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ শুরুর আগেও পিচে গেঁথে গিয়েছিল বল। যার জেরে তৃতীয় দিনের খেলা প্রায় দুঘণ্টা পিছিয়ে গিয়েছিল। এদিন আন্দ্রে রাসেলের Jamaica Tallawahs-কে হারিয়ে দিয়েছে Guyana Amazon Warriors. রাসেল অবশ্য ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। তবে দলকে জেতাতে পারেননি।