COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যুরো: রিওর ছাড়পত্র পেলেন না রাশিয়ার ১৭ জন রোয়ার্স। ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোয়ার্সরা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের কাছে তাদের নির্বাসনকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন ক্যাস খারিজ করে দিয়েছে বলেই জানিয়েছেন এই সংস্থার এক আধিকারিক। 


কব্জির চোট সারিয়ে রিও মাতাতে তৈরি নাদাল, নামবেন ৩টি ইভেন্টেই


দানিল আন্দ্রিয়েঙ্কো সহ ১৭ জন রোয়ার্স, ওয়ার্ল্ড রোয়িং ফেডারেশন এবং আইওসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ক্যাসের কাছে আবেদন করেছিলেন। সোমবার শুনানি হয় এবিষয়ে। সেই শুনানিতেই রাশিয়ান রোয়ারদের আবেদন খারিজ করে দেয় ক্যাস।


'মৃত' তারকা অলিম্পিয়ান এখন লাহোরের রাস্তায় অটো চালান