ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড করলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ন'টি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন। ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার আপাতত কেরিয়ারের ৫০ নম্বর টেস্ট ম্যাচ খেলছেন। তিনি নিয়েছেন অস্ট্রেলিয়ার রেনেশঁ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, ন্যাথান লিঁয় এবং জস হ্যাজেলউডের উইকেট। আর তারপরই তিনি ঢুকে পড়লেন কিংবদন্তিদের মাঝে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফিফা লেজেন্ডদের বিরুদ্ধে ম্যাচে, ভারতীয় লেজেন্ড দলে কারা থাকবেন জানুন


শাকিব আল হাসান তাঁর কেরিয়ারে এই নিয়ে ১৬ বার পাঁচ উইকেট পেলেন। এর মধ্যে তিনবার তিনি পাঁচ উইকেট পেয়েছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। দু'বার করে পেয়েছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর একবার করে পেয়েছেন ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শাকিবের আগে এই রেকর্ড ছিল যে তিনজনের নামে, তাঁরা হলেন, - মুথিয়া মুরলীথরন, রঙ্গনা হেরাথ এবং ডেল স্টেন।


আরও পড়ুন  ভারতীয় মহিলা-এ দলের বিদেশ সফর চালু করতে চলেছে বিসিসিআই