জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র চার মাস আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড (England)। তখনও কি জস বাটলারের (Jos Buttler) দল দল কি দুঃস্বপ্নেও ভেবেছিল বাংলাদেশে (Bangladesh) এসে হোয়াইটওয়াশ হয়ে ফিরে যেতে হবে! তবে বাস্তবে সেটাই ঘটল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি জিতে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের ধোলাই করে ছাড়ল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ১৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিল সাকিব আল হাসানের (Shakib Al Hasan) বাংলাদেশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৫৯ রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় ইংল্যান্ড। স্পিনার তানভীর ইসলামের বলে ফিল সল্টকে (০) স্টাম্পড করে দেন লিটন দাস। পরের ওভারে তাসকিনের বলে দাভিদ মালানকে এলবিডাব্লিউ করা হলেও, তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। বাটলারের সঙ্গে তাঁর জুটি জমে ওঠে। পাওয়ার প্লে-তে দু'জন ৪৭ রান যোগ করেন। দ্বিতীয় উইকেটে ৯৫ রান যোগ করে ম্যাচে জাঁকিয়ে বসে ইংল্যান্ড। 


আরও পড়ুন: Jasprit Bumrah: কীভাবে ফের কামব্যাক করতে পারবেন বুমরা? বড় বার্তা দিলেন ব্রেট লি


আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2023: চোট পাওয়া শ্রেয়সের বদলে কেকেআর-এর সম্ভাব্য পাঁচ অধিনায়ক কে? ছবিতে দেখুন


৪৭ বলে ৫৩ করা মালানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। তাঁর ক্যাচ নেন লিটন দাস। ৭৬ বলে ৯৫ রানের জুটি ভাঙার পরের বলেই মিরাজের দারুণ থ্রোয়ে রান আউট হয়ে যান ৩১ বলে ৪০ রান করা বাটলার। স্বভাবতই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন হয় ৫১ রানের। ১২৮ রানে পতন হয় ষষ্ঠ উইকেটের। শেষ ওভারে দরকার হয় ২৭ রানের। তানভীরের করা প্রথম দুই বলে বাউন্ডারি মারেন ক্রিস ওকস। তবে ওই পর্যন্তই। ১৪২ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ১৬ রানে।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। ৫৫ রানের ওপেনিং জুটি গড়ে দারুণ শুরু এনে দেন লিটন দাস আর রনি তালুকদার। ২২ বলে ২৪ রান করেন রনি তালুকদার। লিটন ৫৭ বলে করেন ৭৩ রান। মারেন ১০টি চার ও ১টি ছক্কা। এরপর নাজমূল হাসান শান্ত ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta Ap)