জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শেষ একদিনের ম্যাচ জেতার পর বেড়ে গিয়েছিল আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ (Bangladesh)। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (English) ৬ উইকেটে হারিয়েছে টাইগার্সরা। টি-টোয়েন্টিতে জস বাটলারের (Jos Buttler) দেশের বিরুদ্ধে এটাই সাকিব আল হাসানদের (Shakib Al Hasan) প্রথম জয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল ১২ বল হাতে রেখেই। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। রনির (২১) আউট হওয়ার পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন লিটনও (১২)। এরপর তৃতীয় উইকেটে ৬৫ রান আনেন নাজমুল হোসেন শান্ত ও অভিষেক ঘটানো তৌহিদ হৃদয়। হৃদয় ২৪ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশতরান করেন শান্ত। 


আরও পড়ুন: Usman Khawaja, BGT 2023: ভারতকে চাপে রাখা শতরান করে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন খোয়াজা? জেনে নিন


আরও পড়ুন: Lionel Messi, Champions League 2023: খেলার মাঠেই প্রাণে বাঁচলেন মেসি! ভিডিয়ো হল ভাইরাল



২৭ বলে অর্ধশতরান পূরণ করা শান্ত ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে থামেন। মার্ক উডের একটি ওভারেই ১৭ রান নিয়েছিলেন তিনি। ১১২ রানে শান্তর বিদায়ের পর আর কোনও উইকেট হারায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব ও আফিফ হোসেন দলকে জিতেছে মাঠ ছাড়েন। সাকিব ২৪ বলে ৩৪ ও আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।


এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ করে সাহেবরা। জস বাটলার ৪২ বলে ৬৭ রানের ইনিংসে খেলেন। এছাড়া ফিলিপ সল্ট করেন ৩৫ বলে ৩৮ রান। বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২০ রান। মারমুখী মেজাজে রান চেজ করার জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শান্ত। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)