Cheteshwar Pujara and Shubman Gill, BAN vs IND: ১৪৪৪ দিন পর `চে পূজারা-র শতরান! গিলের প্রথম সেঞ্চুরি, ব্যাপক চাপে বাংলাদেশ
বাংলাদেশের মাটিতে একদিনের সিরিজে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে লাল বলের ক্রিকেটে দু`নম্বর দলের মতোই খেলছে দল। রোহিত শর্মার অনুপস্থিতিতেও প্রথম টেস্টের তৃতীয় দিন রানের পাহাড়ে পৌঁছে চালকের আসনে ভারতীয় দল। টেস্টের তৃতীয় দিন টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করলেন শুভমন।
ভারত: ৪০৪/১০, ২৫৮/২ ডিক্লেয়ার (গিল-১১০, পূজারা-১০২*)
বাংলাদেশ: ১৫০/১০, ৪২/০ (শান্ত-২৫)
তৃতীয় দিনের শেষে ৪৭০ রানে এগিয়ে ভারত
বাংলাদেশের টার্গেট ৫১৩ রান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে স্বস্তি পেলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কয়েক মাস আগে টেস্ট দল থেকে বাদ পড়া 'চে পূজারা' ১৪৪৪ দিন পর তিন অঙ্কের শতরান করলেন। খরা কাটিয়ে চট্টগ্রামে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে রানে ফিরে কেরিয়ারের দ্রুততম শতরান করলেন টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট দলের সহ অধিনায়ক। প্রথম ইনিংসের ভুল শুধরে নিয়ে দুরন্ত ছন্দে ব্যাট করে টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করলেন ওপেনার শুভমন গিল (Shubman Gill)। ফলে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রানে তুলে ডিক্লেয়ার করে দিলেন কেএল রাহুল (KL Rahul)। ফলে ৪৭০ রানে এগিয়ে থাকার সুবাদে টাইগার্সদের টার্গেট দাঁড়াল ৫১৩ রান। দিনের শেষে কোনও উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) দল।
বাংলাদেশের মাটিতে একদিনের সিরিজে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে লাল বলের ক্রিকেটে দু'নম্বর দলের মতোই খেলছে দল। রোহিত শর্মার অনুপস্থিতিতেও প্রথম টেস্টের তৃতীয় দিন রানের পাহাড়ে পৌঁছে চালকের আসনে ভারতীয় দল। টেস্টের তৃতীয় দিন টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করলেন শুভমন। ১৫২ বলে ১১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই ইনিংসে মারলেন ১০টি চার ও ৩টি ছক্কা। তাঁর সঙ্গে জুটি বেঁধে তিন বছরের বেশি সময় পর শতরান করলেন পূজারাও। ১৩০ বল খেলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। মারলেন ১৩টি চার। এটাই তাঁর জীবনের দ্রুততম সেঞ্চুরি।
আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: মেসির হাতেই কাপ! কেন বলছে নেটপাড়া
প্রথম ইনিংসে ভারত ৪০৪ রান তুলেছিল। পুজারা ৯০ রান করে সাজঘরে ফেরেন। শতরান থেকে মাত্র ১০ রান দূরে থেমে গিয়েছিল তাঁর ইনিংস। শ্রেয়স করেছিলেন ৮৬ রান। শেষ বেলায় রবিচন্দ্রন অশ্বিন (৫৮) এবং কুলদীপ যাদব (৪০) ভারতকে বড় রান তুলতে সাহায্য করেছিলেন। বল হাতেও বাংলাদেশের ঘাতক হয়ে ওঠেন কুলদীপ। ৫ উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশ শেষ হয়ে যায় মাত্র ১৫০ রানে। ২৫৪ রানে এগিয়ে থেকেও ভারত ফলো-অন করায়নি। নিজেরা ব্যাট করতে নেমে ২৫৮ রান তুলে নেয় পুজারা এবং শুভমনের শতরানে। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ ৪২ রান তুলেছে কোনও উইকেট না হারিয়ে। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের প্রয়োজন আর ৪৭১ রান। ভারতের চাই ১০ উইকেট।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)