নিজস্ব প্রতিবেদন:  ২৯ অক্টোবর আইসিসির নির্বাসন থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। নির্বাসন মুক্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামলেন বাংলাদেশি অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললেন জেমকন খুলনার হয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘ ১৩ মাস পর মাঠে ফিরলেও রঙিন করতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ১৩ বলে ১৫ রান করেছেন শাকিব। আর বল হাতে তিন ওভারে ১৮ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট। নির্বাসনের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে সপ্তম বলেই উইকেট তুলে নেন শাকিব। আর ব্যাট হাতে সাবলীল ভঙ্গিতে শুরু করলেও সুমন খানের বলে পুল করতে গিয়ে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন।


২০১৯ সালের ১২ অক্টোবর শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছিলেন শাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ছিল সেটি। তারপর এক বছরের নির্বাসন। শাস্তি শেষে আবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে বাইশ গজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন শাকিব আল হাসান।



আরও পড়ুন - ISL 2020-21: সেয়ানে সেয়ানে লড়াই, জামশেদপুরকে হারাল চেন্নাইয়ন এফসি