নিজস্ব প্রতিবেদন :  মাঠের মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেটারদের উত্তপ্ত বাক্যবিনিময়ের পাশাপাশি শুক্রবার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের সাজঘরের সামনে ম্যাচ শেষে ভাঙা কাঁচের গুঁড়ো পড়ে তাকতে দেখা যায়। ম্যাচ শেষে জয়ের উল্লাসেই কী এমনটা হল? বিষয়টি আইসিসি-র নজরে রয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশ ক্রিকেট দল সূত্রে জানা যাচ্ছে, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ড্রেসিংরুমে সেলিব্রেশনের সময় কাচের দরজাটি ভেঙে যায়। গোটা ঘটনাটিই একেবারেই অনিচ্ছাকৃত। ম্যাচ রেফারি ক্রিস ব্রড সিসিটিভি ফুটেজ দেখেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের অতিথি আপ্যায়ণে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলেছেন ব্রড। ক্রিস ব্রড আরও ফুটেজ দেখতে চেয়েছেন বলেও সূত্রের খবর।


আরও পড়ুন- বিতর্ক সরিয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ


ম্যাচের শেষ ওভারে 'নো বল' কে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধেছিল মাঠে, তারই বহিঃপ্রকাশ ড্রেসিংরুমে ঘটল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। না নিছকই জয়ের উল্লাসে অনিচ্ছাকৃত ভাবেই সাজঘরের কাঁচের দরজা ভাঙল তাও দেখা হচ্ছে।


আরও পড়ুন- বোর্ডের চুক্তিতে ফিরতে পারেন শামি !