নিজস্ব প্রতিবেদন— মাত্র একটা ক্যাচ ফস্কে ছিল তাঁর হাত থেকে। তার জন্য নাকি ৩২ কোটি গালি হজম করতে হয়েছিল তাঁকে। লজ্জায় ডুবে গিয়েছিলেন তিনি। এমনই জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। ফেসবুকে লাইভে ছিলেন তামিম। তখনই ২০১৫ বিশ্বকাপে সেই ম্যাচের কথা বললেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিল বাংলাদেশ। ইংল্যান্ডের জিততে দরকার ছিল ১৫ বলে ২০ রান। ম্যাচ প্রায বের করে এনেছিলেন ক্রিস ওকস। তবে তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দেন ওকস। কিন্তু গুরুত্বপূ্র্ণ সময় সেই ক্যাচ ফেলে দেন তামিম। আজও সেই ক্যাচ মিস নিয়ে অনুশোচনায় ভোগেন তামিম। ওই ম্যাচে অবশ্য তামিমকে বাঁচিয়ে দিয়েছিলেন রুবেল। তিনি এক ওভারে দুটি উইকেট নিয়ে ম্যাচ জেতান বাংলাদেশকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তামিম এদিন ফেসবুক লাইভে বলেন, ''ক্যাচ ফেলার পর মনে হচ্ছিল যেন মাটি ফাঁক হয়ে যাক। আমি ঢুকে পড়ি। আর কাউকে যেন মুখ দেখাতে না হয়। ওই মুহূর্তে একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি। বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। সবাই অন্তত দুটো করে গালি দিয়েছিল আমাকে। ওই ম্যাচের হাইলাটস দেখলে দেখবেন সবাই রুবেলের পিছনে ছুটেছিল ম্যাচ শেষে। কারণ ও তখন ম্যাচের হিরো। আমিও ওর পিছনে আনন্দে ছুটেছিলাম। ও আমাকে বাঁচিয়েছিল বলে (হাসি)। ওই ম্যাচটা হারলে আমার আর বাংলাদেশে ফেরা হত না।'' 


আরও পড়ুন—  ''হোটেলের সামনেই বোমা বিস্ফোরণ, ক্রিকেটাররা হাউমাউ করে কাঁদতে শুরু করল''


বিশ্বকাপে তামিমের ক্যাচ ফেলার রোগ অবশ্য নতুন কিছু নয়। গত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচেও তামিম ক্যাচ ফেলেছিলেন। তাও আবার ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার। মাত্র নরানে রোহিত ক্যাচ তুলেছিলেন। কিন্তু মিস করেন তামিম। এর পর রোহিত সেঞ্চুরি করে যান। কেন বিশ্বকাপে এমনটা হয় তাঁর সঙ্গে? তামিম বললেন, ''আমি নিজেও জানি না। আশা করব পরের বিশ্বকাপে আমি এই রোগ সারিয়ে মাঠে নামতে পারব।''