লা লিগা ট্রফি নিয়ে বার্সেলোনা শহর ঘুরলেন মেসি, নেইমাররা
লা লিগা ট্রফি নিয়ে বার্সেলোনা শহর ঘুরলেন মেসি,নেইমাররা। বাসে করে শহর পরিক্রমা করল টিম বার্সেলোনা। তারকা ফুটবলারদের চোখের সামনে দেখতেই বাধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। স্প্যানিস লা লিগা ট্রফি নিয়ে বার্সেলোনা ঘুরল এনরিকে ব্রিগেড। শনিবার রাতে স্পেনের সেরা হওয়ার কয়েক ঘন্টা পর বার্সেলোনা ফেরে চ্যাম্পিয়নরা। বাসে করে শহর পরিক্রমা করলেন মেসি,নেইমার,সুয়ারেজরা। বাসের সামনে তখন সাজিয়ে রাখা লা লিগা ট্রফিটা। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার বার্সেলোনা সমর্থক। তারকা ফুটবলারদের চোখের সামনে দেখতেই বাধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে।
ওয়েব ডেস্ক: লা লিগা ট্রফি নিয়ে বার্সেলোনা শহর ঘুরলেন মেসি,নেইমাররা। বাসে করে শহর পরিক্রমা করল টিম বার্সেলোনা। তারকা ফুটবলারদের চোখের সামনে দেখতেই বাধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। স্প্যানিস লা লিগা ট্রফি নিয়ে বার্সেলোনা ঘুরল এনরিকে ব্রিগেড। শনিবার রাতে স্পেনের সেরা হওয়ার কয়েক ঘন্টা পর বার্সেলোনা ফেরে চ্যাম্পিয়নরা। বাসে করে শহর পরিক্রমা করলেন মেসি,নেইমার,সুয়ারেজরা। বাসের সামনে তখন সাজিয়ে রাখা লা লিগা ট্রফিটা। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার বার্সেলোনা সমর্থক। তারকা ফুটবলারদের চোখের সামনে দেখতেই বাধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে।
চল্লিশটি গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লুই সুয়ারেজ। তাই মেসিকে ছাপিয়েও সমর্থকদের নজর ছিল উরুগুয়ের তারকার দিকে। সেলিব্রেশনের মূহুর্তেও একটু বিষন্নতা টিম বার্সেলোনা জুড়ে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়াটা যেন মেনে নিতে পারছে না ক্যাটালিয়ান্স ক্লাবের কেউই।