অ্যাটলেটিকো মাদ্রিদের বাধা পেরোল বার্সেলোনা, মেসি ম্যাজিকে জয় দুই-একে
লা লিগায় ফের মেসি ম্যাজিক। আর্জেন্টিনীয় সুপারস্টারের শেষমুহুর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বাধা পেরোল বার্সেলোনা। (গতবারের ইপিএল চ্যাম্পিয়ন কোচ ক্লদিও রেনেইরি এখন বেকার)
ব্যুরো: লা লিগায় ফের মেসি ম্যাজিক। আর্জেন্টিনীয় সুপারস্টারের শেষমুহুর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বাধা পেরোল বার্সেলোনা। (গতবারের ইপিএল চ্যাম্পিয়ন কোচ ক্লদিও রেনেইরি এখন বেকার)
দিয়েগো সিমিওনের দলের বিরুদ্ধে স্ট্র্যাটেজিতে বদল এনেছিলেন বার্সা কোচ এনরিকে। চেনা চার-তিন-তিন ছকের পরিবর্তে তিন-চার-তিন ছকে দলকে খেলান মেসিদের হেডস্যার। নতুন স্ট্র্যাটেজিতে কিছুতেই খোলস ছেড়ে বেরোতে পারছিলেন না মেসি-ইনিয়েস্তারা। দ্বিতীয়ার্ধে মেজাজে ফেরেন মেসি-রা। তেষট্টি মিনিটে ডেডলক খোলেন রাফিনহা। যদিও সাত মিনিটের মধ্যেই অ্যাটলেটিকোকে সমতায় ফেরান দিয়েগো গডিন। কোকের ফ্রিকিক থেকে হেডে গোল করে যান উরুগুয়েন ডিফেন্ডার। একটা সময় মনে হচ্ছিল সিমিওনের ফাঁদে ফের একবার আটকে যেতে চলেছে বার্সা। সেই সময়ই মেসি ম্যাজিক। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাজের কাজটা করে যান এল এম টেন।