Lionel Messi vs Barcelona: ইন্টার মিয়ামিতে যেতেই মেসিকে খোঁচা দিল বার্সেলোনা! কিন্তু কীভাবে? জানতে পড়ুন
মেসি নিজেও বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। বার্সেলোনাও তাঁকে ফেরাতে চেয়েছিল। তবে খুব সহজ ব্যাপার ছিল না। এমনিতেই বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে হলে বার্সাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হত। উয়েফার আর্থিক সংগতি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সিদ্ধান্ত নিতে হত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) ইন্টার মিয়ামি ( Inter Miami) যাওয়ার ঘোষণা করতেই তাঁকে খোঁচা দিল বার্সেলোনা (Barcelona FC)। টুইটারে বার্সার তরফ থেকে 'এলএম টেন'-কে (LM 10) তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানানো হলেও, সেই বার্তায় মিশিয়ে দেওয়া হয়েছিল ছোট্ট কটাক্ষ। এমন টুইটার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় লাগেনি। বেশ বোঝা যাচ্ছে ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার (Joan Laporta) মদত রয়েছে। যুক্তরাষ্ট্রের (USA) মেজর লিগ সকার (Major League Soccer) যে লা লিগার (La Liga) তুলনায় কম গুরুত্বপূর্ণ লিগ, সেখানে মেসির মতো ফুটবলার যে অনেকটাই চাপমুক্ত থেকে খেলতে পারবেন, সেটাই টুইটারে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'বার্সেলোনার তরফ থেকে মেসিকে ওর ভবিষ্যতের সাফল্য কামনা করা হল। কিছুটা কম চাহিদাসম্পন্ন ফুটবল লিগে খেলার ব্যাপারে মেসির সিদ্ধান্তটাও বেশ বুঝতে পারছে ক্লাব কর্তৃপক্ষ। ভবিষ্যতে মেসির জন্য একটা বিদায় সংবর্ধনার আয়োজনও করবে ক্লাব।'
বার্সেলোনার বিবৃতিতে আরও বলা হয়, 'গত ৫ জুন, সোমবার, মেসির বাবা ও তাঁর এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার জানান, মেসি ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছে। যদিও বার্সার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি দেওয়া হয়েছিল মেসিকে বার্সেলোনার জার্সিতে কামব্যাক করার জন্যই। তবে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আসলে ফর্মে থাকলেও, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ লিগে মেসির খেলার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। কারণ গত কয়েক বছর মেসিকে অনেক চাপের মধ্যে খেলতে হয়েছে।'
আরও পড়ুন: Lionel Messi: কেন মিয়ামিতে মেসি? বেকহ্যামের ক্লাব থেকে কোন কোন বিশেষ সুবিধা পাবেন?
আরও পড়ুন: Steve Smith, WTC Final 2023: বিরাট, পন্টিংকে পিছনে ফেলে কোন বিশেষ নজির গড়লেন স্টিভ স্মিথ?
মেসি নিজেও বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। বার্সেলোনাও তাঁকে ফেরাতে চেয়েছিল। তবে খুব সহজ ব্যাপার ছিল না। এমনিতেই বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে হলে বার্সাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হত। উয়েফার আর্থিক সংগতি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সিদ্ধান্ত নিতে হত। লা লিগার বেতননীতির ব্যাপারটিও মাথায় রাখতে হত।
শুধু তাই নয়। মেসিকে দলে নিতে বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিতে হত। গত কয়েক দিন বার্সেলোনা মেসিকে নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করেছে। অনেক কথাবার্তা বলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর্জেন্টাইন তারকা তাঁর প্রাক্তন ক্লাবে ফিরতে চাইলেও তাদের দেরি দেখে আর সময় নষ্ট করেননি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে জানিয়ে দিয়েছেন, তাদের জার্সি পরেই আগামী মরসুমে খেলতে চান তিনি।
২০২১ সালের আগস্টে একপ্রকার বাধ্য হয়েই বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। সেই সময় বার্সেলোনার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেসির মতো তারকাকে বিদায় দিয়েছিল স্পেনের এই ক্লাব। ক্লাবের সেই সিদ্ধান্তে মেসি বেশ বিপদেই পড়ে গিয়েছিলেন। একেবারেই প্রস্তুত ছিলেন না। প্রিয় ক্লাবের কাছ থেকে বিদায়ের বার্তা তাঁর কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতোই। দলবদলের মরসুমের শেষের এক সপ্তাহ আগে বার্সা মেসিকে জানিয়ে দিয়েছিল নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত। মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা তাই খুব তাড়াহুড়ো করেই নিতে হয়েছিল। চোখের জলে ক্যাম্প ন্যু ছেড়েছিলেন মেসি। তাই এবার আর ঝুঁকি নিলেন না।