মরসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন ইনিয়েস্তা
১৬টি মরসুমে বার্সেলোনার হয়ে ৬৬৯টি ম্যাচ খেলেছেন, জিতেছেন ৩১টি ট্রফি। সংখ্যাটা ৩২ হবে শীঘ্রই। কারণ আরও একটা লা লিগা জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে বার্সেলোনা।
নিজস্ব প্রতিবেদন : কোপা দেল রে জিতে ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার সকলকে জানিয়ে দিলেন আগামী মরসুমে তিনি আর বার্সেলোনায় নেই। মরসুম শেষে বার্সেলোনাকে বিদায় বলে দিলেন আন্দ্রে ইনিয়েস্তা।
আরও পড়ুন- বিশ্বকাপের সময় মস্কোয় মদ ব্যান
বার্সেলোনার সঙ্গে দু'দশকের সম্পর্কের ইতি টেনে দিলেন ইনিয়েস্তা। ১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যাত্রা শুরু করেন তিনি। ২০০২ সাল থেকে বার্সার সিনিয়র দলে খেলছেন ইনিয়েস্তা। গত ১৬ বছর ধরে বার্সার মাঝমাঠের নিউক্লিয়াস তিনি-এক অবিচ্ছেদ্য অঙ্গ। ১৬টি মরসুমে বার্সেলোনার হয়ে ৬৬৯টি ম্যাচ খেলেছেন, জিতেছেন ৩১টি ট্রফি। সংখ্যাটা ৩২ হবে শীঘ্রই। কারণ আরও একটা লা লিগা জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে বার্সেলোনা।
শুক্রবার ইনিয়েস্তা জানিয়ে দেন, "এটাই আমার শেষ মরসুম এখানে(বার্সেলোনা)। আমি দীর্ঘ সময় চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও বলেন, "আমার মতে, বার্সা বিশ্বের সেরা ক্লাব-এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে।"
সেই সঙ্গে ব্যালন ডি'ওর না জেতার আক্ষেপও এদিন ধরা পড়ল ৩৩ বছর বয়সী ইনিয়েস্তার গলায়।