ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগে ফাইভ স্টার প্যারিস সেইন্ট জার্মেইন। বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটকে পাঁচ-শূন্য গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে জায়গা করে নিল প্যারিসের ক্লাবটি। হ্যাটট্রিক করে প্যারিস সেইন্ট জার্মেইনের জয়ের নায়ক কুরজাওয়া। মার্কো ভেরাত্তির গোলে ম্যাচে প্রথমে এগিয়ে গেছিল জার্মেইন। বিরতির আগেই ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। দ্বিতীয়ার্ধ জুড়ে এরপর কুরজাওয়া শো। হ্যাটট্রিক করে প্যারিসের দলটির বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিরিয়ানিকে খিচুরি বানিয়েছিল গ্রেগ চ্যাপেল, বিস্ফোরক মন্তব্য নেহরার


অন্যদিকে এথেন্সে অলিম্পিয়াকোসের কাছে আটকে গেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্রীক দলটির বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করতে হত মেসিদের। লুই সুয়ারেজ,মেসিদের অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল স্প্যানিশ জায়েন্টদের। সাসপেনশনের কারণে এই ম্যাচে ছিলেন না স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। গোটা ম্যাচে অবশ্য সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি বার্সা ডিফেন্সকে। উল্টে গোটা ম্যাচে আধিপত্য দেখিয়েও একবারের জন্যও বিপক্ষের গোলমুখ খুলতে পারেনি পাউলিনহো, সুয়ারেজরা। পয়েন্ট নষ্ট করলেও দশ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষেই আছেন মেসিরা।


আরও পড়ুন-  ‘যদি সেদিনের বিকেলটা পাল্টে ফেলতাম’ এই আক্ষেপ নিয়েই ইতি টানছেন নেহরা