নিজস্ব প্রতিবেদন : বুধবার ন্যু ক্যাম্পে মরসুমের প্রথম এল ক্লাসিকো। মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।  কিন্তু বার্সেলোনায় অশান্তির জেরে লা লিগায় এল ক্লাসিকোর আগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ দলকে হয়তো একই হোটেলে থাকতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতালুনিয়াকে আলাদা রাজ্যের দাবিতে বিক্ষোভ চলছেই বার্সেলোনায়। তাই এল ক্লাসিকোর আগে নিরাপত্তার কারণে একই হোটেলে থাকতে হবে মেসি-মদ্রিচদের। শুধু তাই নয় এবার আলাদা-আলাদা গাড়িতে স্টেডিয়ামে যেতে পারবেন না লিওনেল মেসিরা।  টিম বাসে স্টেডিয়ামে যেতে হবে পিকে-লুই সুয়ারেজদের।


আরও পড়ুন- ভুবনেশ্বর কুমারের 'চোট রহস্য' উদ্ধারে আসরে বোর্ড সচিব


ম্যাচের দিন সকালে বার্সেলোনায় এসে পৌঁছবেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস পেলে তবেই তাঁরা ফ্লাইট থেকে নামবেন বলে আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। প্রথমে ২৬ অক্টোবর এল ক্লাসিকো হওয়ার কথা ছিল। কিন্তু অশান্তির জেরেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়।