ওয়েব ডেস্ক: স্প্যানিশ ফুটবল মরশুমের শুরুতেই এল ক্লাসিকো। রবিবার রাতে ঐতিহ্যের ন্যু ক্যাম্পে সেই মেগা ম্যাচ। স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ। মাত্র কয়েক সপ্তাহ আগে মার্কিন মুলুকে এলক্লাসিকোয় বাজিমাত করেছিল বার্সেলোনা। তবে এখন পরিস্থিতি বদলেছে। ভেঙেছে বার্সার ত্রিফলা। নেইমার দল ছাড়ার পর প্রথমবার ক্লাসিকোয় নামছেন মেসিরা। অন্যদিকে রিয়ালের প্রথম দলে চমক নেই। চেনা ছকে দল সাজাচ্ছেন জিদান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দল থেকে বাদ পড়লেন যুবরাজ সিং


গত মরশুমে ক্যাটালিয়ান্স ক্লাবকে পিছনে ফেলে জোড়া ট্রফি জিতেছিল রিয়াল। নয়া কোচ ভালভার্ডের কোচিংয়ে এবার তাই প্রত্যাবর্তনের মরশুম বার্সার কাছে। মেসি-সুয়ারজই এবার ভরসা বার্সেলোনার। অন্যদিকে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই লেগের সুপার কাপে ফিরতি পর্বটা বার্নাবিউতে খেলার সুযোগ পাবে রিয়াল। প্রথম পর্বে হেভিওয়েট দুই দলের দুই কোচ কি স্ট্যাটেজিতে দল নামান সেদিকেই তাকিয়ে ফুটবল দুনিয়া।


আরও পড়ুন  হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত রেকর্ড, পিছনে ফেললেন কপিল দেবকেও!