ওয়েব ডেস্ক: ফুটবল কেরিয়ারে আরও একটা নজির গড়ে ফেললেন লিওনেল মেসি। আর সেই সঙ্গে ফের বার্সেলোনাকে বাঁচালেন এলএম টেন। দল ছেড়েছেন নেইমার। চোটের কারণে মাঠের বাইরে সুয়ারেজ। ক্যাটালিয়ান্স ক্লাবের পরিত্রারা সেই বাঁ পায়ের ম্যাজিশিয়ান। মেসির জোড়া গোলে আলাভেসকে হারিয়ে স্বস্তির জয় পেলেন ভালভেডে ব্রিগেড। আর সেই সঙ্গে লা লিগায় আরও একটা রেকর্ডের মালিক হলেন ফুটবলের যুবরাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজও জিতল ভারত


স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩৫০টা গোল করে ফেললেন মেসি। শনিবার রাতে জোড়া গোলের পর সেই সংখ্যা দাঁড়াল ৩৫১। বিশ্ব ফুটবলে মেসিই দ্বিতীয় ফুটবলার যিনি একটা লিগে ৩৫০টা গোল করলেন। বুন্দেসলিগায় ৩৬৫টা গোল করে মেসির আগে একমাত্র গার্ড মুলার। আর মেসির ঠিক পিছনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রেকর্ড গড়ার পথেও অবশ্য আলাভেসের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেন এলএম টেন।


আরও পড়ুন রিওর পর এবার স্বপ্নভঙ্গ গ্লাসগোয়, রূপোতেই থামলেন পিভি সিন্ধু