নিজস্ব প্রতিবেদন: ২০১৬ সালে এস্পানিওলের কাছে হেরেই খেতাব হারিয়েছিল বার্সেলোনা। দু'বছর পর সেই এস্পানিওলকে টাইব্রেকারে হারিয়ে কাতালুনিয়া সুপার কাপে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় দল


মেসি-সুয়ারেজকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ এরনেস্তে ভালভের্দে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বার্সার ৪ ফুটবলার গোল করলেও এস্পানিওলের প্রথম শট বার পোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায় আর চতুর্থ শট বার্সার গোলরক্ষক আটকে দেন।



৪-২ গোলে এস্পানিওলকে হারিয়ে কাতালুনিয়া সুপার কাপ ঘরে তুলল বার্সেলোনা।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়