ওয়েব ডেস্ক: মরসুমের প্রথম এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। মার্কিন মুলুকে রিয়াল মাদ্রিদকে তিন-দুই গোলে হারিয়ে দেয় বার্সা। গোল করেন মেসি, রাকিটিচ, পিকে।মার্কিন মুলুকে এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। রুদ্ধশ্বাস ম্যাচে তিন-দুই গোলে বাজিমাত করলেন লিওনেল মেসিরা। প্রাক মরসুম প্রস্তুতির অঙ্গ হলেও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এল ক্লাসিকো ঘিরে উত্তেজনার কমতি ছিল না। আমেরিকার মাটিতে মেগা লড়াই দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় ছেষট্টি হাজার দর্শক। মেসি-রোনাল্ডোর দ্বৈরথ না থাকলেও,রবিবার ভোরের ম্যাচে সবার চোখ ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের পথে পা বাড়িয়ে থাকা নেইমারের দিকে। গোল না পেলেও দুটো গোলের ক্ষেত্রে পাস বাড়ান ব্রাজিলিয়ান সেনসেশন। তিন মিনিটের মধ্যেই মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সিরিজের প্রথম টেস্ট জয়ের পর গোটা ভারতীয় দল মাতল সেলিব্রেশনে


মায়ামিতে ট্রেডমার্ক গোল করে যান এল এম টেন। মেসির গোলের ঘোর  কাটতে না কাটতেই র‍্যাকিটিচের গোল। দু গোলে পিছিয়ে পরার পর লড়াইয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। কোভাচিচ আর অ্যাসেনসিও গোল করে বিরতির আগেই রিয়ালকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে। বিরতিতে খেলার ফল ছিল দুই-দুই। রুদ্ধশ্বাস ম্যাচের ফয়সালা হয় জেরার্ড পিকে-র গোলে। পঞ্চাশ মিনিটে নেইমারের ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে বার্সার জয় নিশ্চিত করেন পিকে।


আরও পড়ুন  প্রথম টেস্ট জিতেও কলম্বোতে ওপেনিং জুটি ঠিক করতে নাজেহাল বিরাট