করোনা আতঙ্কের মধ্যেই অনুশীলনে নেমে পড়ল বায়ার্ন মিউনিখ
সোমবার সকালে চুটিয়ে অনুশীলন করেন কিংসলে কোমানরা। লকডাউন এর নিয়ম মেনে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেন ...
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই অনুশীলনে নেমে পড়ল জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপের অন্যান্য দেশের মতোই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে জার্মানি জুড়ে। এক লাখেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত। এই অবস্থায় জার্মান ফুটবল লিগের ক্লাবগুলোকে প্রস্তাব দিয়েছিল যে ৫ এপ্রিল পর্যন্ত তারা যেন অনুশীলন না করে। সেই ডেটলাইন শেষ হতেই ইউরোপের প্রথম বড় ক্লাব হিসেবে অনুশীলনে নেমে পড়লেন লেওয়ানডস্কিরা।
সোমবার সকালে চুটিয়ে অনুশীলন করেন কিংসলে কোমানরা। লকডাউন এর নিয়ম মেনে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেন ম্যানুয়েল নয়্যার, ফিলিপে কুটিনহোরা। স্বাভাবিকভাবেই অনুশীলনে হাজির ছিলেন না কোনও সমর্থক।
করোনা ভাইরাস এর ধাক্কায় ১৩ মার্চ থেকে বন্ধ বুন্দেশলিগা। কবে শুরু হবে জানা নেই কারোর। তবে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বায়ার্ন। বন্ধ হওয়ার সময় লিগ তালিকার শীর্ষে ছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে ৪ পয়েন্টে এগিয়ে তারা।
আরও পড়ুন- ফের মানবিক মহারাজ, এসএসকেএম-এ ভর্তি রোগীর পরিবারদের পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন