নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট বোর্ডের এ কী হাল! আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বার্ষিক সাধারণ সভায় যোগই দিলেন না বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরি। আর সেই কারণেই তাঁকে শো-কজ করল বোর্ডের প্রশাসনিক কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



জুলাইয়ের ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয় আইসিসি-র সভা। লন্ডনে আইসিসি-র কনফারেন্সের দুদিন আগেই প্রশাসনিক কমিটিকে চিঠি দিয়ে অমিতাভ চৌধুরি জানিয়েছিলেন, সেখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এমনকী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার দিনও প্রশাসনিক কমিটিকে শেষ মুহূর্তে ই-মেল মারফত্ তাঁর অনুপস্থিতির কথা জানান। আইসিসি এবং এসিসি-র সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) গুরুত্ব নষ্ট করার জন্যই বোর্ড সচিব অমিতাভ চৌধুরিকে শো-কজ করল বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরস (COA)।


আরও পড়ুন - বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে! ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হারল সাকিবরা