নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার আহমেদাবাদে বসছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারন সভা (BCCI AGM)। নানা কারণে এদিনের সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একাধিক বিষয় উঠে আসতে পারে এদিনের বৈঠকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

#আইপিএল (IPL) আট দলের পরিবর্তে এবার দশ দলের হতে পারে। এই খবর বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। বোর্ড সূত্রে খবর, ২০২১ সালের আইপিএল (IPL 2021) সম্ভবত ৮ দলকে নিয়ে হবে। এপ্রিলেই দেশের মাটিতে আইপিএল আয়োজনের ভাবনা চিন্তা রয়েছে বোর্ডের। হাতে সময় কম তাই হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই (BCCI)। বোর্ড সূত্রে খবর, ২০২২ সাল থেকে ১০ দলের আইপিএলে শিলমোহর পড়তে পারে। পাশাপাশি নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করার জন্য দরপত্র চাওয়া হতে পারে।
# আগামী মরসুমের আইপিএলের (IPL Auction) জন্য মেগা নিলাম হবে কিনা তা নিয়েও বোর্ডের বার্ষিক সাধারণ সভার বৈঠকে আলোচনা হতে পারে।
#ইংল্যান্ডের ভারত সফর এবং ঘরোয়া ক্রিকেট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়।
# আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (ACC) ভারতের প্রতিনিধিত্ব কে করবেন? তা নিয়েও আলোচনা হবে বৃহস্পতিবারের সভায়।
# নতুন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি গড়া হতে পারে। সেই কমিটিই বেছে নিতে পারে নতুন তিন নির্বাচক। দেবাং গান্ধী, শরণদীপ সিং এবং যতীন পরঞ্জপে তিন নির্বাচকের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁদের জায়গায় সিনিয়র টিম ইন্ডিয়ার জন্য নতুন নির্বাচক বেছে নেওয়া হবে।
#২০২১ সালের দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কর ছাড়ের প্রসঙ্গও আলোচনায় উঠে আসবে। আলোচনা হতে পারে বিশ্বকাপ আয়োজন নিয়ে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু কী কী হতে পারে সেই নিয়ে আলোচনা হতে পারে। সূত্রের খবর, প্রাথমিকভাবে আটটি ভেন্যু ঠিক করা আছে। এগুলি হল Ahmedabad, Bangalore, Chennai, Delhi, Mohali, Dharamsala, Kolkata এবং Mumbai।
# অ্যাজেন্ডায় রয়েছে বোর্ডের নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনও। এগিয়ে রয়েছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।


বৃহস্পতিবার বিসিসিআইয়ের বার্ষিক সভায় (BCCI AGM) বেশ কিছু বাউন্সার ধেয়ে আসতে পারে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দিকে। এনডোর্সমেন্ট নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন সৌরভ।


আরও পড়ুন - Don 2: Shah Rukh Khan-এর ভূমিকায় David Warner, নেট-দুনিয়ায় হইচই