রবি শাস্ত্রীই কি কোচ? এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানালো বিসিসিআই
নাটকের শেষ হতে এখনও আছে আরও বাকি!
ওয়েব ডেস্ক: নাটকের শেষ হতে এখনও আছে আরও বাকি! 'ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন রবি শাস্ত্রী', ঘণ্টা দুয়েকও হয়নি এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়তেই বিসিসিসাইয়ের কার্যনির্বাহী সম্পাদক অমিতাভ চৌধুরী সাংবাদিক সন্মেলন করে জানিয়ে দিলেন, "ক্রিকেট উপদেষ্টা কমিটি এখনও ভাবনা চিন্তা করছে। ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা নেয়নি। ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য-সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন"। এর সঙ্গে অমিতাভ চৌধুরী আরও জানান, "এটি একটি স্পর্শকাতর বিষয়। আমরা তেমন ভাবেই এই বিষয়টিকে দেখছি"।
রবি শাস্ত্রীর কোচ পদে নিযুক্ত হওয়া নিয়ে সংবাদ সংস্থার খবর, পড়ুন- বিরাট বুঝিয়ে দিলেন তিনিই 'কিং মেকার', ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ রবি শাস্ত্রী