নিজস্ব প্রতিবেদন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। উদ্বিগ্ন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) লন্ডন থেকে ফোন করে দাদার খোঁজখবর নিলেন। শুক্রবার রাতে আচমকাই পেটে ব্যথা ও বমি হয় স্নেহাশিসের। তারপরেই কালবিলম্ব না করে তাঁকে দ্রুত উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিকিৎসকদের অনুমান যে, হজমজনিত সমস্যা থেকেই স্নেহাশিসের অসুস্থতা। তবে আপাতত সুস্থই আছেন সিএবি সচিব। জ্বর নিয়েই হাসপাতালে ভর্তি হন স্নেহাশিস। যদিও তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে যেহেতু কিছু দিন আগেই সৌরভের মতো স্নেহাশিসের বুকেও স্টেইন্ট বসেছে, সেহেতু বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্যই স্নেহাশিসকে হাসপাতালে রাখা হয়েছে।


আরও পড়ুন: T20 World Cup: টি-২০ বিশ্বকাপে প্রতিটি দল ১৫ জন প্লেয়ার ও ৮ জন আধিকারিককেই পাঠাতে পারবে


ভারত-ইংল্যান্ড টেস্টের জন্য সস্ত্রীক সৌরভ লন্ডনেই আছেন। ফোনেই তিনি দাদার নিয়মিত খোঁজখবর রাখছেন। সৌরভ নিজে অনুপস্থিত থাকায় দুই বন্ধু জয়দীপ ও সঞ্জয় দাসকে হাসপাতালে যেতে বলেন সৌরভ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)