ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় বোর্ড, তৈরি হবে বায়ো বাবল
ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেশের ছ’টি জায়গায় বায়ো বাবল তৈরী করে এই টুর্নামেন্ট করতে চায় বিসিসিআই।
নিজস্ব প্রতিবেদন- ঘরোয়া ক্রিকেট শুরু করতে মরিয়া বিসিসিআই। সমস্ত স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর থেকে কাটছাঁট করে ঘরোয়া টুর্নামেন্ট শুরু করার বিষয়ে পরামর্শ চাওয়া হল বিসিসিআই-এর তরফে। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেশের ছ’টি জায়গায় বায়ো বাবল তৈরী করে এই টুর্নামেন্ট করতে চায় বিসিসিআই।
সমস্ত স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিসিসিআই জানিয়েছে, তারা শুধু রনজি ট্রফি করতে পারে অথবা শুধু সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে পারে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের হার, সিরিজ হাতছাড়া কোহলিদের
যদিও চেষ্টা করা হবে দুটি টুর্নামেন্ট আয়োজন করার। সেক্ষেত্রে মুস্তাক আলি হবে ডিসেম্বরের ২০ থেকে জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত এবং রনজি ট্রফি হবে ১১ই জানুয়ারি থেকে মার্চের ৮ তারিখ পর্যন্ত। যদি রনজি ট্রফি আয়োজন করা না যায় সেক্ষেত্রে মুস্তাক আলির সঙ্গে বিজয় হাজারে ট্রফি আয়োজন করার চেষ্টা করবে বিসিসিআই। মোট ৩৮টি দলকে পাঁচটি এলিট গ্রুপ, ১টি প্লেট গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটি এলিট গ্রুপে ৬টি করে দল থাকবে এবং প্লেট গ্রুপে ৮টি দল থাকবে।